বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুতুবপুরে যুবদলের বাবু- পাপ্পু ও সুমনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বন্দর ১৯ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত  ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন গণসংহতি নেতারা নারায়ণগঞ্জে স্কুল ও মাদরাসায় জামায়াত প্রার্থী মইনুদ্দিন আহমাদ এর মতবিনিময় প্রান্তিক মানুষের জীবন–সংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে  মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি পার্কে মাসুদুজ্জামানের বৃক্ষমেলা উদ্বোধন মানবাধিকার, প্রতিদিনের অপরিহার্য LAHDF চেয়ারম্যান মনির হোসেনের অঙ্গীকার জনতার প্রত্যাশার ক্যানভাস সমাপনী করলেন মাসুদুজ্জামান

রূপগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ 🪪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি দোলন ভুঁইয়া হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সভা- বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
 ৯সেপ্টেম্বর সোমবার কাঞ্চন-মুড়াপাড়া-রূপসী সড়কের আতলাশপুর বেলতলা এলাকায় তারা এ মানববন্ধন করে। মানববন্ধন পূর্বক বেলতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মামলার বাদী আব্দুস সামাদ ভুঁইয়া। 
সভায় বক্তব্য রাখেন আতলাশপুর এলাকার আব্দুল বরাত বাবু, দোলন ভুঁইয়ার মা ফরিদা বেগম- বোন তন্নী আক্তার- চাচী জেনিফা ইয়াছমিন- আশিক ভুঁইয়া- মুকুল হোসেন প্রমুখ। 
সভায় বক্তারা বলেন- গত ৪সেপ্টেম্বর ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াদের ফসলি জমির উপর দিয়ে একই গ্রামের ফসিউজ্জমানের ছেলে সাবিত ভুঁইয়ার নামীয় ড্রেজারের বালুর পাইপ বসাতে গেলে দোলন ভুঁইয়া বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে ৪০-৪৫ সদস্যের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে রামদা- ছেনি- চাইনিজ কুড়াল- লোহার রডসহ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দোলন ভুঁইয়ার হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। আহত দোলন ভুঁইয়াকে -২৮- পঙ্গু হাসপাতালে ও তার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া -৬২- এবং আনোয়ার হোসেনকে -৪৮- স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার আসামী কাউসার- আওলাদ- ইসরাফিল- সেলিম ও রাব্বিসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট ও ঢাকা-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।  
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন- ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 
উল্লেখ্য এ ব্যাপারে দোলন ভুঁইয়ার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া বাদী হয়ে ২৬জনকে নামীয় ও অজ্ঞাত ২০- ২৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102