জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অর্থ সহায়তার চেক তুলে দিয়েছেন ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার নেতৃবৃন্দরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক এর হাতে বন্যার্তদের জন্য অর্থ সহায়তার চেক তুলে দেন আর্ত-মানবতায় সম্পৃক্ত সংগঠন ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক, মুরাদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক কাওসার ইমাম, প্রচার সম্পাদক এম এ হারুন অর রশিদ, উপদেষ্টা, ক্যাপ্টেন রফিক আহমেদসহ প্রমুখ।
৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আখতারুজ্জামান আক্তার বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে সংগঠনের পক্ষ থেকে অর্থ সহায়তা চেক প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যা পরিবর্তী সময়ে মানুষের দুরবস্থা বেড়ে যায়। আমাদের সংগঠন যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার প্রয়োজনীয়তা অনুভব করে। আমারা সব সময় সাধারণ অসহায় মানুষের পাশে দা্ড়াঁনোর চেষ্টা করি।