সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ বিএনপির ওপর আস্থাশীল : রাজীব আমরা সেই ফ্যাসিস্ট সরকার আর চাই না: মুফতি মনির হোসেন কাসেমী যানজট নিরসনে না’গঞ্জ জেলা প্রশাসনের অব্যাহত অভিযান ঈদের ১০ দিন পূর্বে সকল শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে- গোলক সিদ্ধিরগঞ্জে গৃহিণীকে গণধর্ষণ, ২ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার বিএনপি নেতার শেল্টারে আওয়ামীলীগার জহির মোল্লা বেপরোয়া কিছু এমপি মন্ত্রী পালিয়ে গেলেওতাদের সমস্ত দোসররা ঘাপটি মেরে আছে : মাওলানা মঈনুদ্দিন আহমদ না’গঞ্জ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় এর শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন না’গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুবকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা মাকসুদ হোসেনের সুস্থতা ও নিঃশর্ত মুক্তি কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া

হৈ হুল্লোড় আনন্দে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ’র ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৪৩ 🪪
 হৈ হুল্লোড় ও আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জে ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংগঠন ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় নগরীর মাসদাইরস্থ মেরিডিয়ান লাউঞ্জ নামের একটি আভিজাত্যপূর্ণ রেঁস্তোরায় জমকালো এ ঈদ পুণর্মিলন অনুষ্ঠিত হয়।
ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এ জেলায় ব্যাচভিত্তিক সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় প্লাটফর্ম। জেলার প্রায় সবগুলো স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী স্কুল প্রতিনিধি পরিষদ ও কার্যকরী কমিটি রয়েছে।
ও-ই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বেসরকারী টেলিভিশন এনটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ।
এসময় অনুষ্ঠানের শুরুতে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এর সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ বলেন- ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ অন্য ৮/১০টা সংগঠনের মতো নয়। এখানে সংগঠনের সবাই প্রায় সমবয়সি, একই সময়ে স্কুল-কলেজে পড়া। সংগঠনের নিয়ম-নীতির কঠোরতার চেয়ে এখানে আবেগ ও বন্ধুত্বের দৃঢ়তা বেশি। শুধু সাংগঠনিক কাজগুলোর জন্যই এটিকে একটি কমিটির রূপ দেয়া হয়েছে; আসলে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ একটি অনুভুতির নাম।
অতপর এ ব্যাচের কৃতি ছাত্র বাংলাদেশ  প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ডঃ ইকবাল হোসেনকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে তিনি তাঁর অনুভুতি জানিয়ে বক্তব্য রাখেন।
একে একে অনুষ্ঠানে আগতরা তাদের অনুভুতি তুলে ধরে বক্তব্য রাখেন। উক্ত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশিক, লতা ও তার দল সঙ্গীত পরিবেশন করেন।
আগামী ২ বছর সংগঠনটিকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ডাঃ ফরহাদ আহমেদ জেনিথকে পুনরায় সভাপতি নির্বাচিত করে ব্যাচের প্রতিনিধিরা। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফতুল্লা পাইলট স্কুলের আহাম্মদ আলী সজীব।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জিতু সমুন, সহ-সভাপতি সায়লা পারভীন মিলি, ফয়সাল আহমদ দোলন, তাহফিম রাসেল রনি, মীর রায়হান আলী। যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, আফরিন সুলতানা জেমি ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ। সাংগঠনিক সম্পাদক সায়েম কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আকলিমা লিমা, ফিরোজ আলম, মাঈনুদ্দিন সোহাগ, মোঃ কবিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, শরীফ উদ্দিন সফু, দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান সোহাগ, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খাঁন, প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী সাঈদ, তথ্য প্রযুক্তি সম্পাদক হালিম উল্লাহ টিটু, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক সোহাগ খাঁন, নাঈম চৌধুরী, আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক সুমন ভুঁইয়া, সহ-ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন, মোঃ সোলায়মান, সাংস্কৃতিক সম্পাদক রিমু আফরোজ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সায়লা আজমেরী, সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল হাওলাদার আব্দুর রহমান ফাইজুল, প্রবাসী কল্যাণ সম্পাদক আহাম্মদ হোসেন, যুগ্ম প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আওলাদ হোসেন রনি, যুগ্ম-আপ্যায়ন সম্পাদক নাদিম কবির, মোঃ রুবেল, মোঃ নাজমুল হক।
কার্যকরী কমিটি ছাড়াও ১০ সদস্যের একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
রাতের খারাবের পরে ভাঙে সতীর্থদের এ মিলনমেলা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102