বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বাড়ছে মণ্ডপের সংখ্যা, নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা রাজবাড়ীতে মাজারের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যোগে শতধিক মসজিদে দোয়া’র আয়োজন  না’গঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো কর্মী সমর্থক নিয়ে বিউটি আক্তারের যোগদান বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে মাসুদুজ্জামানের লিফলেট বিতরণ না’ঞ্জকে এমআরটি-২ প্রকল্পে সংযুক্তের দাবীতে ডিসি কাছে মহানগর জামায়াতের স্মারক লিপি  মুজাহিদ মল্লিকের অনুদানে সনমান্দী মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত যানজটের নগরী না’গঞ্জে প্রতিকূলতা সত্ত্বেও টি আই এম এ করিমের নিরলস প্রচেষ্টা প্রশংসিত  সোনারগাঁও সরকারি কলেজে ডিগ্রি ৪৭তম ব্যাচের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত ওসমান পরিবার পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে: রফিউর রাব্বি

রাজবাড়ীতে মাজারের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ 🪪

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর এবং কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার প্রতিবাদে আজ বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। দেশের বিভিন্ন স্থানে মাজার ও খানকায় হামলার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপ জেলা সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাউল সংগঠন সম্মিলিত জোটের জেলা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা এবং শিল্পী অমল আকাশ।

মানববন্ধনে বক্তারা রাজবাড়ীর ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ঘটনা হিসেবে উল্লেখ করেন। রফিউর রাব্বি বলেন, “স্বাধীনতার আগে ও পরে কখনো কবর থেকে লাশ তুলে এভাবে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেনি। ধর্ম রক্ষার নামে ভিন্ন মতের, ভিন্ন আকিদার মানুষের উপর এমন বর্বরতা কোনো সভ্য দেশে চলতে পারে না। এটি যেমন মানবতাবিরোধী তেমনি ইসলাম বিরোধী।” তিনি বুখারী শরীফের একটি হাদিস উল্লেখ করে বলেন যে, নবী (সাঃ) শত্রুর লাশ বিকৃত করতে বা আগুন দিয়ে শাস্তি দিতে নিষেধ করেছেন, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। অথচ এখন ঈমান আকিদা রক্ষার নামে, ধর্মের নামে দেশে বর্বরতা চলছে।

তিনি আরও বলেন, গত এক বছরে মব তৈরি করে শত শত মাজার-খানকায় হামলা হয়েছে, বাউলদের মেলা-উৎসবে, মসজিদে-মন্দিরে এবং নারীদের উপর হামলা হয়েছে। এই ধরনের বর্বরতা নিয়ন্ত্রণে সরকার নির্লজ্জভাবে ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণে দেশে এক শ্রেণির মৌলবাদী গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। বক্তারা সরকারের কাছে মব তৈরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দুঃশাসনের বিরুদ্ধে, সকল ধর্ম, মত ও পথের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, দেশকে মৌলবাদীদের অভয়ারণ্য বানানোর জন্য নয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102