বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বাড়ছে মণ্ডপের সংখ্যা, নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা রাজবাড়ীতে মাজারের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যোগে শতধিক মসজিদে দোয়া’র আয়োজন  না’গঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো কর্মী সমর্থক নিয়ে বিউটি আক্তারের যোগদান বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে মাসুদুজ্জামানের লিফলেট বিতরণ না’ঞ্জকে এমআরটি-২ প্রকল্পে সংযুক্তের দাবীতে ডিসি কাছে মহানগর জামায়াতের স্মারক লিপি  মুজাহিদ মল্লিকের অনুদানে সনমান্দী মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত যানজটের নগরী না’গঞ্জে প্রতিকূলতা সত্ত্বেও টি আই এম এ করিমের নিরলস প্রচেষ্টা প্রশংসিত  সোনারগাঁও সরকারি কলেজে ডিগ্রি ৪৭তম ব্যাচের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত ওসমান পরিবার পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে: রফিউর রাব্বি

সোনারগাঁও সরকারি কলেজে ডিগ্রি ৪৭তম ব্যাচের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে ২০১৯-২০ সেশনের ডিগ্রী ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের প্রথম সমাবর্তন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম। তার মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনা সমাবর্তনকে আরও মহিমান্বিত করে তোলে।

এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁও সরকারি কলেজ তার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সাফল্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান ও উদযাপন করেছে। শিক্ষার্থীদের মাঝে ছিল বাঁধভাঙা আনন্দ ও উচ্ছ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল কালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দেন। তিনি বলেন, “পরিবর্তনকে মেনে নিতে হবে। পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি আত্মিক ও ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয়।” তিনি আরও উল্লেখ করেন যে, বড় পরিবর্তনগুলো স্বাভাবিক হতে সময় নিলেও, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে তা সমাজের জন্য মঙ্গল বয়ে আনে।

শিক্ষার্থীদের জীবন থেকে শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়ে প্রফেসর আবুল কালাম বলেন, “ব্যর্থতাই সাফল্যের পথ তৈরি করে দেয়। কারণ, একটা পথ বন্ধ হলে প্রকৃতির নিয়মে আরেকটা খুলে যায়।” তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, সবার কথা শোনা এবং নির্ভয়ে ন্যায়ের পক্ষে কথা বলা প্রয়োজন। সাহসের সঙ্গে নিজের মত প্রকাশ করার গুরুত্বও তিনি তুলে ধরেন।

সমাবর্তন অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নবীন গ্র্যাজুয়েটরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102