নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় আপন তিন ভাইয়ের হাতে ইভন (২২) নামের এক কিশোর গ্যাং লিডার খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের ওসমানী স্টেডিয়ামের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইভন রবিবার রাতে ওসমানী মাঠের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাইফুল ওরফে পাগলা সাইফুল, সফিকুল এবং বাবু নামের তিন ভাই তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইভনকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই ইভন মারা যান।
এই হত্যাকাণ্ডের পর ইসদাইর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও হত্যার মূল কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয়দের ধারণা, পুরনো বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে।