নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মো. শাহ আলমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আকবর সিয়াম। সিয়াম মন্তব্য করেছেন যে, “৩০০ আসনে শাহ আলম সাহেবের মতো প্রার্থী পাওয়া দুষ্কর ব্যাপার। তিনি তার যোগ্যতা ও মেধায় ইতিমধ্যেই প্রমাণ করেছেন।”
গত শনিবার (৬ সেপ্টেম্বর) এনায়েতনগর এলাকার ইউনাইটেড ক্লাবে শাহ আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সিয়াম এই মন্তব্য করেন। সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শাহরিয়ার আকবর সিয়াম তার বক্তব্যে আরও বলেন, “শাহ আলম সাহেব দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকছেন। তার মতো একজন নিবেদিতপ্রাণ নেতাকে আগামী নির্বাচনে মনোনয়ন দিলে দল অবশ্যই ভালো ফল করবে। আমি বলবো, তারুণ্যের প্রথম ভোট হোক শাহ আলমের পক্ষে।”
উল্লেখ্য, আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর যৌথ ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও, ক্যাম্পে বিনামূল্যে রিপোর্ট বিশ্লেষণ এবং সব ধরনের ডায়াগনস্টিক টেস্টে ৫০% ছাড়ের সুবিধা দেওয়া হয়। উপস্থিত রোগীদের মাঝে প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।