বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বাড়ছে মণ্ডপের সংখ্যা, নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা রাজবাড়ীতে মাজারের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যোগে শতধিক মসজিদে দোয়া’র আয়োজন  না’গঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো কর্মী সমর্থক নিয়ে বিউটি আক্তারের যোগদান বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে মাসুদুজ্জামানের লিফলেট বিতরণ না’ঞ্জকে এমআরটি-২ প্রকল্পে সংযুক্তের দাবীতে ডিসি কাছে মহানগর জামায়াতের স্মারক লিপি  মুজাহিদ মল্লিকের অনুদানে সনমান্দী মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত যানজটের নগরী না’গঞ্জে প্রতিকূলতা সত্ত্বেও টি আই এম এ করিমের নিরলস প্রচেষ্টা প্রশংসিত  সোনারগাঁও সরকারি কলেজে ডিগ্রি ৪৭তম ব্যাচের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত ওসমান পরিবার পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে: রফিউর রাব্বি

জাকির খানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় নগরীর মণ্ডলপাড়া থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা জনসমুদ্রে পরিণত হয়

র‍্যালির পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাকির খান দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু প্রার্থনা করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জাকির খান বলেন, “এবারের নির্বাচন হবেই হবে, তবে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।” তিনি আরও যোগ করেন, “নারায়ণগঞ্জে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জাকির খানের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও জনপ্রিয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “জাকির খানকে দীর্ঘদিন নির্যাতন ও হত্যাচেষ্টা করা হয়েছিল। কারাগারে থাকার সময়ও তাকে দেখেছি। মুক্তির পর তাকে সংবর্ধনা দিলে হাজারো মানুষের ঢল নামে।” ইসহাক সরকার আরও বলেন, “২৫ বছর পরেও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। তার হাত ধরে সন্ত্রাস কবলিত নারায়ণগঞ্জ মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।”

বর্ণাঢ্য এই র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমউল্লাহ করিম সেলিম, বিএনপি নেতা নাজিম আহমেদ, দিদার খন্দকার, মহিউদ্দিন আহমেদ শিশির, আমিনুল ইসলাম, আওলাদ হোসেন, মৎস্যজীবী দলের সাবেক মহানগরের সভাপতি জিয়াউদ্দিন জিয়া, পারভেজ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102