বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীসহ সমগ্র নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিবৃতিতে এম এ আকবর বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। জাতির সেই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব ছিল দিশারীর মতো।
এম এ আকবর দৃঢ় কণ্ঠে বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ১৭ বছরের অবৈধ সরকারের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতা এনেছি। তাই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের শপথ নিতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার। এই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে একটি সুন্দর দেশ গঠনে কাজ করতে হবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যেন এই স্বৈরাচারী সরকারের কোনো ষড়যন্ত্র সফল না হতে পারে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এম এ আকবর দলের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে।