বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বাড়ছে মণ্ডপের সংখ্যা, নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা রাজবাড়ীতে মাজারের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যোগে শতধিক মসজিদে দোয়া’র আয়োজন  না’গঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো কর্মী সমর্থক নিয়ে বিউটি আক্তারের যোগদান বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে মাসুদুজ্জামানের লিফলেট বিতরণ না’ঞ্জকে এমআরটি-২ প্রকল্পে সংযুক্তের দাবীতে ডিসি কাছে মহানগর জামায়াতের স্মারক লিপি  মুজাহিদ মল্লিকের অনুদানে সনমান্দী মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত যানজটের নগরী না’গঞ্জে প্রতিকূলতা সত্ত্বেও টি আই এম এ করিমের নিরলস প্রচেষ্টা প্রশংসিত  সোনারগাঁও সরকারি কলেজে ডিগ্রি ৪৭তম ব্যাচের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত ওসমান পরিবার পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে: রফিউর রাব্বি

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খোকন সানি’র শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জসহ সারা দেশের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন না’গঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ও সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি

এক শুভেচ্ছা বার্তায় খোকন সানি বলেন, “আজ ৪৭ বছর পূর্ণ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার দূরদর্শী নেতৃত্ব ও আদর্শই বিএনপিকে আজ গণমানুষের দলে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় আপোষহীন সংগ্রাম করে আসছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই থেকে শুরু করে দেশের অর্থনৈতিক মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে।”

খোকন সানি বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ” দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন করে শপথ নিতে অনুপ্রাণিত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”

তিনি নারায়ণগঞ্জসহ সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আসুন, আমরা সকলে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে ঐক্যবদ্ধ হই। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হোক জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম চালিয়ে যাওয়া।”

খোকন সানি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা অতীতের মতোই সাহসিকতা ও ত্যাগের মনোভাব নিয়ে রাজপথে থাকবে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই স্বৈরাচারের পতন হবে এবং জনগণের বিজয় সুনিশ্চিত হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102