বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুতুবপুরে যুবদলের বাবু- পাপ্পু ও সুমনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বন্দর ১৯ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত  ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন গণসংহতি নেতারা নারায়ণগঞ্জে স্কুল ও মাদরাসায় জামায়াত প্রার্থী মইনুদ্দিন আহমাদ এর মতবিনিময় প্রান্তিক মানুষের জীবন–সংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে  মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি পার্কে মাসুদুজ্জামানের বৃক্ষমেলা উদ্বোধন মানবাধিকার, প্রতিদিনের অপরিহার্য LAHDF চেয়ারম্যান মনির হোসেনের অঙ্গীকার জনতার প্রত্যাশার ক্যানভাস সমাপনী করলেন মাসুদুজ্জামান

প্রান্তিক মানুষের জীবন–সংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ 🪪
নারায়ণগঞ্জ–০৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কায় মনোনীত গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস আজ সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার হাটে দৃপ্ত ও জনমুখী হাটসভা পরিচালনা করেন।
হাটসভায় জননেতা অঞ্জন দাস বলেন,
“যে রাষ্ট্র বছরের পর বছর শ্রমিক, কৃষক, দিনমজুর, হাটের খেটে খাওয়া মানুষের রক্ত–ঘাম চুষে খেয়ে মোটা হয়েছে, সেই রাষ্ট্র আজ তাদের নূ্ন্যতম মর্যাদা দিতে ব্যর্থ। মানুষের পকেট থেকে টাকা তুলে নেওয়ার জন্য একের পর এক কর, লুটপাট, সিন্ডিকেট সবই চলছে। আর যারা জনগণের নামে রাজনীতি করে, তারা জনগণের বাড়ির দরজায় এসে দাঁড়ায় কেবল ভোটের সময়। জনগণকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি বেয়ে যারা ধনসম্পদ বানিয়েছে, তাদের সেই রাজনীতি আমরা আর চলতে দেব না।
যে দেশে প্রান্তিক মানুষ প্রতিদিনের বাজারে গিয়ে অপমান হন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম শুনে শ্বাস আটকে আসে, যেখানে শ্রমিক রাস্তায় লাশ হয়, যেখানে তরুণেরা কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরে সেই দেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর বিলাসী জীবন চলতেই থাকে। এই নোংরা বৈষম্য, এই লুটপাট, এই অন্যায় এবার শেষ করতে হবে। আমরা জনগণের পক্ষে দাঁড়াতে এসেছি, ন্যায় আদায় করতে এসেছি।”
তিনি আরও বলেন,
“মাথাল প্রতীক কেবল ভোটের চিহ্ন নয়; এটি সেই কৃষকের ইতিহাস, যে মাথায় মাথাল দিয়ে আগুন-বৃষ্টির মধ্যেও পরিবারকে বাঁচিয়েছে। এটি শ্রমিকের নিরাপত্তার প্রতীক, মেহনতি মানুষের বাঁচার প্রতীক। যাদের ঘামে এই দেশ দাঁড়িয়ে তাদের অধিকার ও মর্যাদা কেড়ে নেওয়া হবে এমন রাজনীতি আমরা কোনোদিন মানি না, মানব না। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে নারায়ণগঞ্জ-০৩ হবে জনগণের এলাকা, মাফিয়া-দুর্নীতিবাজ ও দলবাজদের স্বর্গ নয়।”
হাটসভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, সোনারগাঁও থানার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সম্পাদক মো: সোহাগ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলামসহ নেতাকর্মীরা।
হাটসভার পুরো সময়জুড়ে স্থানীয় মানুষ অঞ্জন দাসের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং প্রান্তিক জনগণের সংকট সমাধানে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক অবস্থানকে স্বাগত জানান। দলীয় নেতৃবৃন্দ জানান,নারায়ণগঞ্জ–০৩ এলাকার মানুষের যে বঞ্চনা, অবহেলা ও বৈষম্য দীর্ঘদিন ধরে চলেছে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে সেই অব্যবস্থার বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102