ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনের অগ্রভাগে থেকেও অন্যায়ের সঙ্গে আপোষ না করায় কারানির্যাতন ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সমাজে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, সে যে দলেরই পরিচয় বহন করুক না কেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতার কারণে তাকে জেল খাটতে হয়েছে জানিয়ে কাসেমী বলেন, “অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, তাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন সহ্য করতে হয়েছে।”
সভায় অন্যান্য বক্তারা আলেমদের ওপর বিগত সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেন, কারাগারে আলেমদের ওপর নির্মমতা চালানো হতো, অথচ অপরাধীরা সেখানে জামাই-আদরে থাকতো।
জামায়াতে ইসলামী ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আলেমদের নেতৃত্বে দেশ পরিচালিত হলে চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হবে।
উক্ত সভায় মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মনোয়ার হোসাইন, মুফতি নাসির উদ্দিন মনির ও মাওলানা সিদ্দিকুল ইসলামসহ জেলা ও মহানগরের বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।