শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগ গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিশাল গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা আরো বলেন, শাহ আলম সাহেব এর শিল্প কারখানার জেনারেটরের শব্দ দূষণে এলাকার জনগণ বসবাস করতে কষ্ট হচ্ছে। একটা বারও জনগণের কথা করেন নাই। তিনি চান শব্দ দূষণে না থাকতে পারলে তার কাছে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বসবাস করবে। যেই ব্যক্তি জনগণের ভালোর জন্য তার কারখানার জেনারেটর এর শব্দ বন্ধ করার চিন্তা করতে পারে না। সেই ব্যক্তি এমপি নির্বাচিত হলে কিভাবে জনগনের সেবা করবেন। আমরা চাই গিয়াস উদ্দিন সাহেব এর মত সৎ ও যোগ্য একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেয়া হউক।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক এমপি গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবিতে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠানটি পঞ্চবটি বনানী সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের বিভিন্ন এলাকার সড়ক পদক্ষিণ করে ফতুল্লার পোস্ট অফিস গিয়ে শেষ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ-মিছিল ও সমাবেশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড: আকতার খন্দকার, সাংগঠনিক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (সাবেক) বিল্লাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন প্রমুখ।