বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাড়া করে এনে জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে রনির ব্যতিক্রমী উঠান বৈঠক: ৩১ দফা বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে জোর নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ  আগামীকাল নারায়ণগঞ্জ-৫ আসনের মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভা ‘গণতন্ত্রের প্রতীক’ খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাসান মাহমুদ পলাশের দোয়া প্রার্থনা  সিদ্ধিরগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় তাকবির নামে এক যুবককে হত্যা না’গঞ্জে  ফ্ল্যাগশিপ স্টোর ঘোষণার মধ্য দিয়ে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন এডভোকেট খন্দকার আকতার সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখলমুক্ত করে যাত্রী ছাউনি নির্মাণ করে দিলো এনজিবি নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

ফতুল্লায় গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবিতে পলাশ-আলমগীরের নেতৃত্বে বিএনপির গণ-মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২১৬ 🪪
নারায়ণগঞ্জ-৪ আসনে কোন শিল্পপতি, কোন টাকা ওয়ালা এবং অন্য কোন প্রতীকের প্রার্থীকে মনোনয়ন না দেয়ার জন্য তারেক রহমানের প্রতি আহবান করেন বিএনপির নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, দলের দু:সময়ে অর্থাত ২৪শের পূর্বে যারা বিএনপির রাজনীতি করবে না এমন কথা বলে দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিল সেইসব লোক হালুয়া রুটির জন্য এখন মনোনয়ন চাইছেন। হালু রুটি খাওয়ার আসায় ধানের শীষ প্রতীক চাইবেন আর দলের বিপদের সময় নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাবেন তা আমরা মেনে নিবো না। যে দলের দু:সময়ে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিল এবং হামলা মামলার শিকার হয়েও দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যায়নি সেই গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানানো হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগ গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিশাল গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা আরো বলেন, শাহ আলম সাহেব এর শিল্প কারখানার জেনারেটরের শব্দ দূষণে এলাকার জনগণ বসবাস করতে কষ্ট হচ্ছে। একটা বারও জনগণের কথা করেন নাই। তিনি চান শব্দ দূষণে না থাকতে পারলে তার কাছে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বসবাস করবে। যেই ব্যক্তি জনগণের ভালোর জন্য তার কারখানার জেনারেটর এর শব্দ বন্ধ করার চিন্তা করতে পারে না। সেই ব্যক্তি এমপি নির্বাচিত হলে কিভাবে জনগনের সেবা করবেন। আমরা চাই গিয়াস উদ্দিন সাহেব এর মত সৎ ও যোগ্য একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেয়া হউক।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক এমপি গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবিতে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠানটি পঞ্চবটি বনানী সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের বিভিন্ন এলাকার সড়ক পদক্ষিণ করে ফতুল্লার পোস্ট অফিস গিয়ে শেষ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ-মিছিল ও সমাবেশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড: আকতার খন্দকার, সাংগঠনিক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (সাবেক) বিল্লাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102