বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের কাজ নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। আজ যে চারা রোপণ করা হচ্ছে, আগামী দিনে সেটি হবে সবুজ ছায়ার আশ্রয়।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।