শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতাইগঞ্জ এলাকায় ৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ সেদিন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, তারা বিএনপির কেউ নয়: এড. টিপু এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি এদেশের জনগণ মেনে নিবে না-আতাউর রহমান না’গঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মাওলানা আবু সাঈদ সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান প্রদান জুলাই দিবস উপলক্ষে শহীদদের স্মরনে না’গঞ্জ ডক্টরস ফোরামের দোয়া অনুষ্ঠিত সাংবাদিক জুয়েল রানার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিক্ষোভ শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করার আহ্বান জেলা প্রশাসকের

না’গঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক পন্টি; পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৭ 🪪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে আবু সাউদ মাসুদ ও আফজাল হোসেন পন্টি নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। শুক্রবার (২৭ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ১১ জন প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন: সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন।

এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান এবং প্রনব কৃষ্ণ রায়।

এর আগে শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়, যেখানে মাসুদ-পন্টি প্যানেলের নিরঙ্কুশ জয়ের চিত্র ফুটে ওঠে।

এই নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাহবুবুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম নেতৃত্বাধীন প্যানেল। এছাড়া, সভাপতি পদে খন্দকার শাহ আলম এবং সহ-সভাপতি পদে অহিদুল হক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন।

এই জয়ের মাধ্যমে মাসুদ-আফজাল প্যানেল আগামী দুই বছরের জন্য নারায়ণগঞ্জের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী এই ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্ব দেবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102