নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা বিরাজ করছে। প্রতিষ্ঠানের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তারের পুনর্বহালের চেষ্টার প্রতিবাদ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।
রোববার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরত রেবেকা। তিনি বলেন, “আমরা শিক্ষক সমাজ। আমরা শিক্ষার্থীদের শিক্ষা ও শাসন দিতে জানি, কিন্তু কারও গায়ে হাত তুলি না। অথচ ম্যাজিস্ট্রেটের পক্ষে এসে সোহান, জোবায়ের, শাহজালাল, আরিফা ও মনিরা নামে কয়েকজন আমাদের সহকর্মী শিক্ষক আজাদকে বারান্দায় নিয়ে ধাক্কা দেয় এবং শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত তোলে। প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ পেলে আমরা কোথায় যাব?”
তিনি আরও বলেন, “আমরা চাই, ছয় শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করে তাদের সম্মানের সাথে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হোক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এর আগেও প্রতিষ্ঠানে কর্মরত কিছু শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তারা সেই অভিযোগগুলোর সঠিক তদন্ত ও বিচার দাবি করে। একইসঙ্গে, স্বেচ্ছায় পদত্যাগকারী সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তারের পুনর্বহালের যেকোনো চেষ্টার তীব্র বিরোধিতা করে তারা।
আন্দোলনকারীদের দাবি, যে সকল ব্যক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণ করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মিথ্যা মামলা দিয়ে নির্দোষ শিক্ষকদের হয়রানি বন্ধ করতে হবে।