দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা জারি করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
সোমবার (১৬ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান করতে হবে। কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে, ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষার আগে মশা নিধনের জন্য স্প্রে করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষে বোর্ডের নির্দেশনা অনুযায়ী আসন বিন্যাস করতে হবে। এছাড়া, প্রতিটি কেন্দ্রে একটি মেডিকেল টিমকে সার্বক্ষণিক সক্রিয় রাখতে এবং স্থানীয় সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রচারণার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের সামনে অভিভাবকদের অপ্রয়োজনীয় ভিড় এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বোর্ড কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে।
বাংলাদেশে ২০২০ সালে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে কঠোর বিধিনিষেধ আরোপ ও শিথিল করা হলেও সাম্প্রতিক সময়ে করোনা ও ডেঙ্গুর প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা বোর্ড এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করল।