পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখার পক্ষ থেকে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সকল শিক্ষার্থী সহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন।
এক বিবৃতিতে তিনি বলেন,”ঈদুল আযহা কেবল একটি আনন্দ উৎসব নয়, বরং এটি আত্মত্যাগ, সেবাব্রত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহৎ বার্তা বহন করে। আমাদের উচিত কুরবানির মূল আত্মাকে হৃদয়ে ধারণ করে সমাজে শান্তি, সহমর্মিতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।”
তিনি আরও বলেন,”ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে—একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষাঙ্গনকে হতে হবে নৈতিকতার বাতিঘর। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পারস্পরিক সম্মান, সহানুভূতি ও মূল্যবোধে বিশ্বাসী হলে একটি শিক্ষিত ও চরিত্রবান প্রজন্ম গড়ে উঠবে।”
এছাড়াও তিনি কিছু শিক্ষনীয় ও পালনীয় বার্তা দিয়ে বলেন:”আত্মত্যাগ ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। ঈদুল আযহা আমাদের এই চেতনায় উদ্বুদ্ধ করে।”
“পরিবার ও সমাজে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হলে আগে নিজেকে ত্যাগের জন্য প্রস্তুত করতে হয়।””ঈদ উদযাপন হোক হিংসা নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে।”
পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“এই ঈদ হোক আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ, সমাজসেবা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল কুরবানির মাধ্যমে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। ঈদ মোবারক!”