শ্রমিকদের মনোবল ও কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে আজাদ গ্রুপের ব্যতিক্রমী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ মে) আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেড ও আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন-১।
দিনব্যাপী এই টুর্নামেন্টে আজাদ গ্রুপের চারটি দল অংশ নেয়: আজাদ রিফাত ফাইবার্স, আজাদ নীট কম্পোজিট, আজাদ ফিশারিজ ও সুইট নেশন্স। উত্তেজনাপূর্ণ ফাইনালে আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল মিলস দল আজাদ রিফাত ফাইবার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজাদ রিফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত ও তারিকুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মব্যস্ততার মধ্যেও আজাদ গ্রুপের এমন আয়োজন শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রশংসা ও উৎসাহ জাগিয়েছে। অংশগ্রহণকারীরা জানান, খেলাধুলার মাধ্যমে তাদের কর্মজীবনেও নতুন উদ্যম এসেছে। আজাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের সুখ-স্বাচ্ছন্দ্য ও মনোরঞ্জনের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।