ফতুল্লায় এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। গতকাল রাতে ঘটনাটি ফতুল্লা থানার মিয়াপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী রুকাইয়া আক্তার (২১) জানান, তার সঙ্গে তিন বছর আগে মোঃ আরিফ রাব্বানীর (২১) ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তার কাছ থেকে নিয়মিত যৌতুকের টাকা দাবি করে আসছিল। রুকাইয়া দাবি করেন, তিনি ইতিমধ্যে স্বামী ও শ্বশুরবাড়িকে ২ লক্ষ টাকা নগদ, ১ লক্ষ টাকার আসবাবপত্র এবং তিন ভরি স্বর্ণালঙ্কার দিয়েছেন। কিন্তু তারা এতে সন্তুষ্ট না হয়ে তার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।
গতকাল রাত আনুমানিক ৯টার দিকে স্বামী আরিফ, শাশুড়ি নারগিস (৪৫), শ্বশুর বাদল (৫০) এবং অন্যান্য আত্মীয়রা মিলে আরও ৩ লক্ষ টাকা যৌতুকের দাবি করে। টাকা না দেওয়ায় তারা রুকাইয়াকে নির্মমভাবে মারধর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রকাশ্যে তালাকের হুমকি দিয়ে তাদেরকে বাড়ি থেকে এক কাপড়ে তাড়িয়ে দেয়।
রুকাইয়া আরও অভিযোগ করেন, তার স্বামী মাদক সেবন করেন এবং অন্যান্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন। এছাড়া বিবাহের সময় দেওয়া স্বর্ণালঙ্কার জোরপূর্বক কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে বলে তিনি জানান।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।