মহানগর ইসলামী আন্দোলনের মিডিয়া সেল উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় মিডিয়া সেলের সমন্বয়ক হিসেবে নগর প্রচার সম্পাদক মুহাম্মদ বিলাল হোসাইন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে হুসাইন মুহাম্মাদ আল আমিন, মুয়াম্মার হাসান অপু, মো. সাব্বির হোসেন, মো. জামাল হোসেন, জাহিদুল ইসলাম ও খালিদ সাইফুল্লাহ সানভীরকে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘‘সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে প্রচারের জন্য মিডিয়া সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’