বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বাড়ছে মণ্ডপের সংখ্যা, নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা রাজবাড়ীতে মাজারের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যোগে শতধিক মসজিদে দোয়া’র আয়োজন  না’গঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো কর্মী সমর্থক নিয়ে বিউটি আক্তারের যোগদান বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে মাসুদুজ্জামানের লিফলেট বিতরণ না’ঞ্জকে এমআরটি-২ প্রকল্পে সংযুক্তের দাবীতে ডিসি কাছে মহানগর জামায়াতের স্মারক লিপি  মুজাহিদ মল্লিকের অনুদানে সনমান্দী মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত যানজটের নগরী না’গঞ্জে প্রতিকূলতা সত্ত্বেও টি আই এম এ করিমের নিরলস প্রচেষ্টা প্রশংসিত  সোনারগাঁও সরকারি কলেজে ডিগ্রি ৪৭তম ব্যাচের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত ওসমান পরিবার পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে: রফিউর রাব্বি

না’ঞ্জকে এমআরটি-২ প্রকল্পে সংযুক্তের দাবীতে ডিসি কাছে মহানগর জামায়াতের স্মারক লিপি 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ 🪪
নারায়ণগঞ্জে মেট্রোরেলের এমআরটি লাইন-২ প্রকল্পে সম্প্রসারণের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নিকট স্মারক লিপি প্রদান করেন। 
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসক নারায়ণগঞ্জের কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে জামায়াত নেতৃবৃন্দ উল্লেখ করেন, রাজধানী ঢাকার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল যা জনবহুল একটি নগরী। প্রতিদিন ২ লক্ষাধিক মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। কিন্তু যানজট, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত ভাড়া এবং পর্যাপ্ত পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর সমাধান হলো নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণ। যার মাধ্যমে দ্রুত সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে। ইতোপূর্বে আমরা জেনেছিলাম মেট্রোরেল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহর, প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ বাস ট্রামিনাল, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ডে ৪ টি রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমআরটি লাইন-২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে সম্পৃক্ত করার পরিকল্পনা চলছে। প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৫৭১ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। কিন্তু আমরা নতুন করে জানতে পারলাম সরকার সেই পরিকল্পনা থেকে সরে আসতে চাচ্ছে। কিন্তু কোন কারনে সেই পরিকল্পনা থেকে সরে নারায়ণগঞ্জকে উক্ত সুবিধা থেকে বঞ্চিত করতে চাচ্ছে তা আমাদের বোধগম্য নয়।
এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গন মানুষের সংগঠন হিসেবে এই দাবী টাকে গন মানুষের দাবী মনে করে আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অন্যথায় আমরা মনে করি নারায়ণগঞ্জ এর জনগণ এই দাবীর পক্ষে রয়েছে বিধায় আমাদের সংগঠন ও জনগণের সাথে থেকে দাবী আদায়ে যে কোন কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছে।
অতএব  MRT-2 মেট্রোরেল প্রকল্প অতিদ্রুত সময়ে কার্যকর করতে হবে।
এসময় স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী  মাওলানা মঈনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর, ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী  মাওলানা আবদুল জব্বার, মহানগরী  সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আবদুল মোমিন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102