শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতাকে কেউ যেন ‘জমিদারি’ মনে না করে, স্বৈরতন্ত্র রোধেই ৩১ দফা: কমরেড সাইফুল হক এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস: অঞ্জন দাস নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ নারায়ণগঞ্জ বাসীর স্বার্থে হকার উচ্ছেদে লাঠি হাতে মাঠে নামলেন বিএনপি নেতা টিপু, নগরবাসীর সাধুবাদ ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর শিক্ষক সমাজের সাথে মতবিনিময় সভা গোগনগর ইউনিয়নের একাধিক  ওয়ার্ডে আবদুল জব্বার এর নির্বাচনী গণসংযোগ সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ

দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায় – মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়।’ তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো দল বা কোনো ব্যক্তির কথা চিন্তা করে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ বরদাশত করতে না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, যারা এতদিন সকাল-বিকাল নির্বাচনের জিকির করতো, তারা আজ নিশ্চুপ!

তিনি বলেন, ‘ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।’

ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে।
দেশের মানুষ শান্তিপ্রিয়, নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।’ দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করতে হতো না।

নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৪ এর আহবায়ক মুহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, নগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ এর হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ এর হাতপাখার প্রার্থী মাওলানা ইসমাঈল সিরাজি, জেলা সভাপতি মাওলানা মো. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমীর জননেতা, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী প্রমুখ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102