শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ইং বাদ জুম্মা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আয়োজনে এবং ইসলামী যুব ফ্রন্ট ও ইসলামী ছাত্র সেনা এর সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি পরিসমাপ্তি ঘটে।
ইসরায়েল এর বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের প্রতি ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মো: তরিকুল হাসান লিংকন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে বলেছেন, “গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের নৃশংসতা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি মুসলমানদের উপর যে গনহত্যা চালানো হচ্ছে তা কোন ভাবেই সহ্য করার মত না। ভূমিজ সন্তান হয়েও আজ নিজ দেশে স্মরণার্থী। বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। আর নয় প্রতিরোধ এখন সময় হয়েছে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধভাবে প্রতিঘাত করার।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার প্রধান এর কাছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ্য থেকে আহবান করছি, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষ্যে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে শক্তিশালী ভাবে বাংলাদেশের অবস্থান জানান দেন। পাশাপাশি গাজায় ঔষুধ, খাদ্য, আর্থিক সহায়তা প্রদানের জন্য। বাংলাদেশ থেকে নামে বে নামে ইসরাইলি পন্য রাষ্ট্রীয় ভাবে বন্ধ করার উদাত্ত আহবান জানাই। তৌহিদি জনতার নামে যারা দেশের বিভিন্ন মাজার, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটতরাজ চালাচ্ছে, তা বন্ধ করে তাদের আইনের আওতায় আনার আহবান জানাই।”
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হাজী মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন কাওছার, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ প্রতিনিধি মাওলানা মুফতি আবুল হাসান তৈয়বী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মো: রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মো: তারেক হাসান সানী দেওয়ান, জেলা ফ্রন্টের সহ সভাপতি মো: শাহজাহান দেওয়ান, সহ প্রচার সম্পাদক আশরাফ হোসেন টাইগার, প্রকাশনা সম্পাদক মো: মিলন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান মুন্না, সদর থানার সভাপতি রোমান মন্ডল, সাধারণ সম্পাদক মো: ফয়েজ, ফতুল্লা থানা ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবর রহমান, বন্দর থানা ফ্রন্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলার আহবায়ক মো: আলামিন বাদল, যুগ্ম আহবায়ক মো: আলী, সদস্য সচিব মো: সোহাগ দেওয়ান, ইসলামী ছাত্রসেনা না:গঞ্জ জেলার নেতৃবৃন্দ মো: শান্ত, মো: নিলয়, মো: সামির, ছাত্রসেনা মহানগর সাধারণ সম্পাদক মো: রুবায়েত মুনতাসির, মো: আজমীর, মো: ফাহিম, মো: সাকিব প্রমুখ।