ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সাদরিল বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে জুলুম-অত্যাচার চালাচ্ছে, তা দেখে সারা বিশ্বের মুসলিমরা মর্মাহত। আমরাও গভীরভাবে মর্মপীড়িত। আমরা তাদের পাশে দাঁড়াতে না পারলেও প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে সমর্থন জানাচ্ছি। আজ থেকে সব ইসরায়েলি পণ্য বয়কট করব। এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক গোলাম মুহাম্মদ কায়সার রিফাতসহ ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।