নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এর কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারী ) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সময় মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে মো.সিয়াম ও রাইফুল ইসলাম।
সিনিয়র শিক্ষক এ বি এম আলামাছ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন । তিনি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছ। জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সফলতার জন্য প্রস্তুত হও এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত কর।”
বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন তার বক্তব্যে বলেন, “শিক্ষা জীবনের একটি পর্যায় শেষ করে তোমরা নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ। এই বিদায় তোমাদের জন্য আনন্দের, আবার বিদ্যালয়ের জন্যও কিছুটা বেদনার। তবে আশা করি, তোমরা ভবিষ্যতে সফল হবে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।”
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলী আকবর, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান, আলীরটেক ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, আবদুল আওয়াল মল্লিক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আল আমিন, মারিয়া আক্তার, মনির হোসেন সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.জাকির হোসেন।