নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত সোমবার (৩ ফেব্রুয়ারী) নগরীর টানবাজার এলাকায় অবস্থিত পদ্মা সিটি প্লাজা ৫ এর সামনে সদর থানা যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় জোসেফ বলেন, সামনের দিনগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাধারন জনগনের পাশে থেকে কাজ করতে হবে। জনগনের ভোগান্তি হয় এমন কোনো কাজ করা যাবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান, আমির হোসেন,সদর থানা যুবদল নেতা হাজী সাইদ, বাপ্পি শিকদার, ওসমান গনি, মুসা,মাসুম, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, শাহীন ঢালী, ইব্রাহিম খলিল,মান্নান,হীরা হায়দার প্রমুখ।