রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট গাজীপুরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ বেগম খালেদা জিয়ার সুস্থতা মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তি কামনায় মিলাদ ও দোয়া  সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই : সাদরিল আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন  -মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম নাসিকের সেবা থেকে ফতুল্লা অঞ্চলকে বঞ্চিত করেছে শামীম ওসমান – আব্দুল জব্বার  আওয়ামী লীগের কর্মসূচী দেওয়ার সাহস দিয়েছে  প্রশাসন — আজিজুল ইসলাম রাজীব   পালাব না বলেও তারা বার বার পালিয়ে যায়: ডাঃ শফিকুর রহমান   না’ঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী সমাবেশে যোগদান

নগরীতে নির্বাচনি প্রচারনার শেষদিনে  বিশাল গনসংযোগ করলেন বদু প্যানেল প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ 🪪
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে হোসিয়ারী মালিক ঐক্যজোটের নির্বাচনি প্রচাররনার শেষদিনে বদিউজ্জামান বদু প্যানেলের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের মনোনিত পদপ্রার্থীরা  বিশাল গণসংযোগ করে ভোট ও দোয়া চেয়ে  প্রচারণা  করেছে নয়ামাটি ও উকিলপাড়া এলাকায়। 

শনিবার (১লা ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টায়  বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ – ২০২৭) এর নিবাচনে  আলহাজ্ব বদিউজ্জামান বদু ‘র নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত পদ প্রার্থীরা নয়ামাটি এলাকা থেকে শুরু করে উকিল পাড়া, রেললাইন ও দেওভোগ মার্কেট এলাকা গুলোতে  প্রচারণা চালিয়েছে।

প্রচারণায় অংশ নেয়া ভোটারদের সকলকে শুভেচ্ছা  জানিয়ে এবং  ভোট ও দোয়া চেয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলে ঐ এলাকাগুলোতে ভোটারদের আকৃষ্ট করতে।

এসময় প্রচারণা শেষে সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী বদিউজ্জামান বদু বলেন, আগামী ৩রা ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ক্লাবে সকল ভোটার ভাইয়েরা আমার প্যানেলের ১৮ জনকে জয়যুক্ত করবেন। আপনারা এভাবে আমার পাসে থাকেন তাহলে আমার রক্তের বিনিময় ও কখনই আপনাদের ঋণ শোধ করতে পারবনা। আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে জয়ের মালা নিয়ে আবারও আপনাদের মাঝে আসতে চাই। এবং আমি যতদিন বেচে থাকব আমার রক্তের বিনিময়ে সকলেকে সবধরণের সহযোগীতা করব।

এসময় সাধারণ গ্রুপে পরিচালক পদপ্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বে বিশাল গণসংযোগে উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান, মোঃ আবদুল হাই,আবদুস সবুর খান সেন্টু, মোঃ দুলাল মল্লিক, মোঃ পারভেজ মল্লিক, বৈদ্যনাথ পোদ্দার, মোঃ মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, মনির হোসেন খান, মোঃ মাসুদুর রহমান,মোঃ শাহীন হোসেন সহ এসোসিয়েট গ্রুপে পরিচালক পদপ্রার্থীদের মধ্যে অনিল সাহা, নাছিম আহমেদ, মোঃ নাছির শেখ,মোঃ বিল্লাল হোসেন,সাইফুল ইসলাম হিরু শেখ, সাঈদ আহমেদ স্বপন প্রমূখ।

প্রসঙ্গত, আগামী ৩রা ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102