রবিবার ( ৫ই জানুয়ারী ) বিকেল ৪টায় নগরীর উকিলপারা এলাকায় সদর থানা শ্রমিকদলের আয়োজনে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচী পালন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, সাখাওয়াত হোসেন খান বলেন, জনগণের উপর অত্যাচার, সম্পদ নষ্ট, কিংবা চাঁদাবাজির মতো কোনো অপকর্মে জড়িত হলে তাদের বিএনপিতে স্থান হবে না। যারা এসব অপকর্মে জড়াবে, তাদের কানে ধরে দল থেকে বের করে দেওয়া হবে। এমনকি আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রয়োজনে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রতিটি পাড়া-মহল্লায় জনগণের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি জনগণের ভাগ্য পরিবর্তন করবে এবং বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করবে।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিচার বিভাগ থেকে প্রশাসন সহ সবখানে ন্যায়বিচারের অভাব। স্থানীয় সরকার ব্যবস্থাও কুক্ষিগত ছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নিয়ন্ত্রণে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বিচার বিভাগে আমূল পরিবর্তন হবে এবং জনগণ ন্যায়বিচার পাবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।
এসময় সদর থানা শ্রমিক দলের আহ্বায়ক অলক ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামাল মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ১৩নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, বিএনপি নেতা মোঃ হারুন উর রশিদ, মোঃ সোহেল, মোঃ সাহাবুদ্দিন, মোঃ সানী, সহ প্রমূখ।