শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই প্রকাশিত হচ্ছে রফিউর রাব্বি রচিত “নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

দ্রুত সম্ভব এদেশে একটি অভাব ও সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা করুন : এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ 🪪

আজকের যে সংস্কার, সংস্কার আপনারা করছেন এই সংস্কার বিএনপি পূর্ব থেকে করে আসছে। ১৯৭৪ সালে শেখ মুজিব তখন বাকশাল কায়েম করে এদেশে একতন্ত্র চালু করেছিলেন । আর ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংস্কার করে বাকশাল বাতিল করে বহুদলীয় রাজনীতি চালু করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে সংস্কার করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর ২০২৩ সালের তেরই জুলাই ৩১ দফা রাষ্ট্র কাঠমো মাধ্যমে আবারও দেশকে সংস্কার শুরু করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ২০২৪ সালে এসে এই অন্তবর্তী সরকার বলেন যে তারা সংস্কার করবেন। এই সংস্কার তো আরও এক বছর আগেই আমাদের দল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং আপনারা দ্রুত সম্ভব এদেশে একটি অভাব ও সুস্থ নির্বাচন ব্যবস্থা করুন।’

সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণের এক অনুষ্ঠানে এই কথা বলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। গোগনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনে‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে এড. টিপু বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গত পাঁচ ই আগস্ট এর পর থেকে এদেশে যখন এই অন্তবর্তীকালীন সরকারের নির্বাচনে দাবি জানিয়েছে তখনই তারা সংস্কার ছাড়া নির্বাচন দেওয়ার কথা ভাবছেন না। আমরা এই অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই বিএনপি একটি বৃহত্তর দল, গত ১৭টি বছর হাসিনা সরকার কিন্তু হামলা মামলা নির্যাতন করে কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। বরং শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে পালিয়ে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের শ্রমিক – জনতা একাত্মতা প্রকাশ করে আন্দোলনকে কিন্তু আরও বেগবান করে তুলেছিল। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর ৮ হাজার মাইল দূরে থেকেও কিন্তু এ ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে কিন্তু উৎস ও প্রেরণা দিয়েছিলেন।
তিনি বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই আমাদের নেতার নির্দেশে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু সংস্কারের নামে যদি নির্বাচন নিয়ে টালবাহানা করেন তাহলে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষ মেনে নেবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102