বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) নগরীর চাষাড়া শহীদ মিনারে সদর থানা বিএনপি আয়োজিত র্যালী পুর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রহমান মাসুদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড.সাখাওয়াত হোসেন খান,যুগ্ন আহ্বায়ক মোঃ মনির খান,আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য ডাঃ মজিবুর রহমান, মাকিত মোস্তাকিন শিপলু, বন্দর থানার সভাপতি শাহেন শাহ, যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ প্রমূখ ।
এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন, শহীদ জিয়াউর রহমান হলেন স্বাধীনতার ঘোষক। আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ৭ নভেম্বর হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সাধারণ সৈনিক ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারারুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। উনার হাতে দেশ শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। এভাবে সেদিন অধিপত্যবাদের পতন হয়েছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। দেশের সঠিক ইতিহাস জনগণের কাছে তুলে ধরতে চাই। আগামী দিনের প্রজন্মকে জানাতে চাই, স্বাধীনতার ঘোষক কে ছিলেন, কে আধিপত্যবাদের পথকে রুখে দিয়েছিল। গত ১৬টি বছর যে অপশক্তি, যে গডফাদারেরা, যে সন্ত্রাসীরা ছিল তাদের সকলের থেকে নারায়ণগঞ্জ মুক্ত হয়েছে। এই বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা বাস্তাবয়নে কাজ করবো। আমরা অতীতে রাজপাথে ছিলাম, আগামীতেও থাকবো। আমরা বিগত সরকারের আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গডফাদারদের দালাল, বহিস্কৃত দালালদের থেকে বিএনপিকে মুক্ত করতে চাই। এই দালালদের মুক্ত করে জনগণকে একটি সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ উপহার দিতে চাই।