সোমবার (৪ নভেম্বর) দুপুরে এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে তিনি বলেন- ‘আমি ছাত্র জীবন থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। ২০১৪ সালে আলীরটেক ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর শহিদ জিয়া পরিষদের সহ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছি। সেই সাথে কুড়েরপাড় কবরস্থান ও ঈদগাহ্ কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি।’
তিনি বলেন- ‘রাজনীতির পাশাপাশি আমি ২০২০ সালে প্রবাস থেকে ফিরে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য নিজ উদ্যোগে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে ‘ক্রোকেরচর আইডিয়াল স্কুল’ প্রতিষ্ঠা করি। স্কুলটির প্রতিষ্ঠাকালীণ প্রধান শিক্ষক হিসেবে সততা, সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। এলাকার দরিদ্র ও স্কুল থেকে ঝড়েপরা ছেলেমেয়েদের ঘরে ঘরে গিয়ে লেখাপড়ার গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে তাদেরকে স্কুলমুখী করে তুলে শিক্ষারমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। অর্থের অভাবে যারা লেখাপড়া করতে পারেনা, তাদের বিনামূল্যে বই, খাতা, কলম, স্কুল ড্রেস দিয়ে ও বিভিন্নভাবে নিজস্ব তহবিল থেকে সাহায্য সহযোগীতা করে আসছি। এছাড়াও এলাকার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ্ ও কবরস্থানের উন্নয়নে শারিরিকভাবে পরিশ্রম করে ও আর্থিক সহযোগীতা করে আসছি।’
মোঃ আল আমিন আরও বলেন- ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিভিন্নভাবে হয়রানির স্বীকার হয়েছি। নিরাপদে নিজ বাড়িতে থাকতে পারিনি। অথচ গত ৫ আগস্ট এ-ই স্বৈরাচারী সরকারের পতনের পর উল্টো আমাদের এলাকার কিছু আওয়ামী লীগের দোসর, কুচক্রী মহল আমার সম্ভাবনাময় ভবিষ্যতকে ধ্বংস করার উদ্দেশ্যে আমাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আমার নামে অবৈধ টাকার বিনিময়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা দায়ের করেছে। শুধু তাই নয়, তারা রীতিমতো আমাকে বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদান করে আসছে।’
এ-ই ছাত্রনেতা বলেন- ‘ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় গত দুই মাসে আমাকে ৪টি হত্যা মামলার ৪৪, ৬৪, ২১ ও ১২০ নাম্বার আসামী করা হয়েছে। যা সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। এমন পরিস্থিতিতে আমি মানুষিকভাবে খুবই চিন্তিত এবং আমার সামাজিক ও পারিবারিক জীবন ব্যবস্থায় বাঁধার সম্মুখীন হচ্ছি।’
তিনি বলেন- ‘প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ তারা যেনো সঠিক তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে করা এসব রাজনৈতিক প্রতিহিংসাত্বক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করেন।’