বেপারীপাড়ায় ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
নগরীর দেওভোগ বেপারীপাড়ায় খলিল হোসেনের আম্মাসহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর বাদ আছর বেপারীপাড়া হাড়ভাঙা সংলগ্ন বালুর মাঠে ইয়াসিন আহম্মেদ প্রান্ত এর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এজাজ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মুফতি মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হুসাইন নুরী খতিব, পাক পান্জাতন সিটি জামে মসজিদ বন্দর, নারায়ণগঞ্জ।
সম্মানিত আলোচক ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম তাহেরী খতিব নয়াপাড়া জামে মসজিদ নারায়ণগঞ্জ।আলহাজ্ব হযরত মাওলানা হেলাল উদ্দিন হালেমী খতিব, বেপারীপাড়া জামে মসজিদ নারায়ণগঞ্জ। নাতে মোস্তফা পরিবেশন করেন শায়েখ আরিফুল কাদেরী ও তার দল সিদ্দিকিয়া শিল্পীগোষ্ঠী।
আরজগুজার ছিলেন নাসিক ১৬ নং ওয়ার্ড মোঃ খলিল হোসেন।