জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর ) বিকালে ফতুল্লা’র দেওভোগ মাদ্রাসা মসজিদ সংলগ্ন মুসাফির টাওয়ারে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আহবায়ক মুফতি শিব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি সোহাইল তায়েফীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ মাদ্রাসার মোহতামিম আল্লামা আবু তাহের জিহাদী দাঃ বাঃ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনূর রশীদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী।
এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি এহশেতামুল হক উজানী, মুফতী আনিস আনসারী পীর সাহেব, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা আলাউদ্দিন ফরায়েজী, মুফতি মিজানুর রহমান, মীর আহমাদুল্লাহ ফুয়াদ, মাওলানা রুহুল আমিন সহ আরও অনেক নেতৃবৃন্দ।