শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আলীীটেক ইউনিয়ন আওয়ামী লীগের গণসংবর্ধনা ও শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ 🪪

ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকারকে গণসংবর্ধনা ও শান্তি সমাবেশ করেছে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

সোমবার ( ১৩ নভেম্বর ) বিকালে পুরান গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে দলটির নেতাকর্মীর।

আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ্ পাটোয়ারীর সভাপতিত্বে ও আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহীদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ আল- মামুন।

সংবর্ধনা অনুষ্ঠান এবং শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাদল বলেন, ১৪ বছর শেখ হাসিনা ব্যপক উন্নয়ন করেছে তার জন্য দোয়া করবেন।নির্বাচনের টাইমে অনেকে আসবে নির্বাচনের আগে বাসে সিএনজিতে, যানবাহনে আগুন দেয় এটা কেমন কাজ।আগুনে পুইড়া যারা মারা যায় তাদের দেখতে বিএনপির কেউ যায়না শেখ হাসিনা যায়।বিএনপির ভাইয়েরা নির্বাচনে আসেন আগুন সন্ত্রাস বন্ধ করেন।যারা ফিলিস্তিনে বোমা মেরে মানুষ মারে ও দেশে আগুন দিয়ে মানুষ মারে তার কোন পার্থক্য নাই।ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে নৌকার পক্ষের ভোট চাইতে হবে।মানুষ কে পেনশন স্কীমের আওতায় নিয়ে আসছে শেখ হাসিনা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা মুজিবর রহমান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,আলী টেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহীন রাজু, ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন,বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সবুজ,সদর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সালাউদ্দিন রানা, আলীরটেক ১ নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আাতাউর রহমান,সাধারণ সম্পাদক মো. জাহান উল্লাহ,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বেপারী,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী ওসমান গনি ও সাধারণ বাদশা মিয়া মাদবর,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল মাদবর ও সাধারণ সম্পাদক জামাল হোসেন,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মাসদুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মেম্বার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৭ আগষ্ট গণভবনে অনুষ্ঠিত দলের বিশেষ বর্ধিত সভায় সারাদেশে তৃণমূলের ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে এবং নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামী লীগকে উজ্জীবিত করার লক্ষে পূর্ণ দায়িত্বে কাজ করার নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102