তিনি বলেন কোন কুটর্কৌশল, ষড়যন্ত্র মানুষেরা আর কোন বরদাস্ত করবে না। কোন জুলুমবাজ কে জুলুম করতে দেওয়া হবে না। কোন অন্যায় মেনে নেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
সে সমাজে আমরা শাসক নয় সেবক হতে চাই। এসময় তিনি আরো বলেন আগামীদিনে ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে আর কোন অপশক্তি জনগণকে রুখতে পারবেনা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে থানা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে সেক্রেটারি কামরুল হাসান রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।