শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে ডিসিকে এনজিবি’র স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে মুজাহিদ মল্লিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস: মাসুদুজ্জামানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া  অসুস্থ সাংবাদিক ফখরুল ইসলাম এর পাশে মহানগর জামায়াত সোনারগাঁয়ে বিএনপি নেতার অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ডে জামায়াতের কার্যালয় উদ্বোধন  সিদ্ধিরগঞ্জের আইলপাড়া থেকে গৃহকর্মী হেলেনা আক্তার নিখোঁজ, থানায় জিডি ফকির নিটওয়ার এর পক্ষ থেকে না’গঞ্জ ট্রাফিক বিভাগকে অভিনন্দন ও উপহার সামগ্রী প্রদান জাতীয় ফুটবল ২০২৫: না’গঞ্জ হোম ভেন্যুর শুভ উদ্বোধন করলেন ডিসি সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ

জাতীয় ফুটবল ২০২৫: না’গঞ্জ হোম ভেন্যুর শুভ উদ্বোধন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ 🪪

তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল “২০২৫” উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা হোম ভেন্যুর খেলার শুভ উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় নগরীর ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন সম্পন্ন হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শহীদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, এবং আন্তঃজেলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ‘২০২৫ এর আয়োজক কমিটির চেয়ারম্যান মোঃ ওয়াহিদ উদ্দিন।

এছাড়াও, জাতীয় সাবেক ফুটবলার গোলাম গাউস, ফুটবল খেলার নারায়ণগঞ্জ টিম লিডার ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মশিউর রহমান রনি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে ফুটবল খেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “ফুটবল যুব সমাজকে মাদক ও অন্যান্য অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে। এই ধরণের আয়োজন তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।” তিনি আয়োজকদের এমন একটি সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

সভাপতি মোঃ শহীদ হোসেন স্বপন তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং এই আয়োজনের সার্বিক সফলতার প্রত্যাশা করেন। সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম নাসির জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নারায়ণগঞ্জের ফুটবল নতুন মাত্রা পাবে এবং স্থানীয় খেলোয়াড়রা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে।

এই আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আশা করা হচ্ছে, জাতীয় ফুটবল ২০২৫ এর এই আসর নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।

`

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102