ইজরায়েলী হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ই অক্টোবর) বাদ আছর নগরীর ডিআইটি চত্বর থেকে ইজরায়েলী হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বায়লাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলটি বের করেন।পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে গিয়ে সমাপ্ত করেন।
এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমরা মুসলমান ভাই ভাই এবং একটি দেহের ন্যায়। শরীরের কোথাও আঘাত পেলে যেমন সমস্ত শরীরে তার অনুভব হয়, ঠিক তেমনে বিশ্বের কোন প্রান্তে মুসলিম আঘাতপ্রাপ্ত হলে সেটা সমগ্র মুসলিম উম্মাহর অন্তরে আঘাত লাগে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম আছি ও থাকবো ।ইজরায়েলের জারয সন্তানরা গাজায় বর্বরচিত বোমা হামলা করে হাজারো মুসলমানদের হত্যা করেছে। মুসলিম বিশ্বের কাছে আহবান জানাচ্ছি এর পাল্টা জবাব দিয়ে তাদের নিশ্চন্ন করে দিন। তিনি আরও বলেন, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহিদ হয়েছে তাদের রক্ত কোনোদিন বৃথা যাবেনা ইনশাল্লাহ, প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো, চরমনাই পীর সাহেব যে কর্মসুচি দিবে আমরা তা পালন করবো। সমাবেশ শেষে মিছিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইজরায়েলের পতাকা ও নেতানিয়াহুর কুশপৌত্তলিকা দাহ করে তৌহিদী জনতা।
এছাড়াও নগর সভাপতি মুফতি মাসমু বিল্লাহ বলেন, অবৈধভাবে ইজরায়েল ফিলিস্তিনের উপর অমানবিক বোমা হামলা করেই যাচ্ছে। হাজারো অসহায় শিশু, নারী-পুরুষকে শহীদ করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো দুঃখ ও পরিতাপের বিষয়, জাতিসংঘ এখানে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। তাহলে জাতিসংঘের কাজ কী আমরা জানতে চাই।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলের পূর্বক সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ও মহানগরের নেতা হাফেজ আমিন উদ্দিন, নুর হোসেন, নগর সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, মুহা. সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ না:গঞ্জ জেলা ও নগর সভাপতি যথাক্রমে মুহা. যুবায়ের, হাফেজ রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি আব্দুল হান্নান, মেহেদী হাসান সহ প্রমুখ।