পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গোগনগরে জশনে জুলুছে অংশগ্রহন করেছে সামজিক সংগঠন “জাগ্রত গোগনগর”।
১২ই রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিনে “জাগ্রত গোগনগর” সামাজিক সংগঠন ব্যাপকভাবে অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা।
বৃহস্পতিবার ২৮সেপ্টেম্বর বাদ আছর গাউসিয়া কমিটি বাংলাদেশ, গোগনগর ইউনিয়ন শাখা আয়োজিত জশনে জুলুছে গোগনগর গাউসুল আজম জামে মসজিদের সামনে থেকে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য “জাগ্রত গোগনগর” ব্যানার নিয়ে জশনে জুলুছে যোগদান করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানার দিকনির্দেশনায় সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে,সহ সভাপতি নাহিদ হাসান, অর্থ সম্পাদক সাব্বির আল হাসান, সাংগঠনিক সম্পাদক রোমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান এর তত্বাবধানে কার্যকরী পরিষদের জালাল উদ্দীন আহাদ (ক্রিড়া সম্পাদক),মো: রোহান (সহকারী অর্থ সম্পাদক),সাজ্জাদ হোসেন (প্রচার সম্পাদক সম্পাদক),মোঃ আহাদ (ধর্ম বিষয়ক সম্পাদক),মোহাম্মদ রাশেদ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) মিহাদ হাসান (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মিজানুর রহমান মিজান (সহ-ক্রীড়া সম্পাদক), তাহিন (সহ-ক্রীড়া সম্পাদক),সাব্বির,মোহন,রায়হান,রোহান,রাজিব,আকরাম,মিরাজ সহ সকল সদস্য ও এলাকার মুরুব্বিরা জশনে জুলুছে অংশ নিয়ে নবী মুহাম্মদ (সঃ) এর আগমনকে স্বাগত জানিয়ে এবং ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
জশনে জুলুছটি গোগনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে তাজেক প্রধান স্কুল মাঠে এসে গাউসিয়া কমিটি বাংলাদেশ, গোগনগর ইউনিয়ন শাখার সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়। এসময় জাগ্রত গোগনগরের সদস্যরা মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যানে দোয়া করে।
সংগঠনের সদস্যরা ও এলাকাবাসী যাতে মহানবী হজরত মুহাম্মদ সঃ এর আদর্শে অনুপ্রাণিত হয়, সেই বার্তা গোগনগরবাসীর কাছে পৌছে দিতেই জশনে জুলুছে “জাগ্রত গোগনগরের” অংশগ্রহণ এমনটাই জানান সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ।