“মানব সেবাই হলো সবচাইতে উত্তম ও মহৎ কাজ”—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নারায়ণগঞ্জের বন্দরে হতদরিদ্র মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অব্যাহত রেখেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের মিরকুন্ডির বিবিজোড়া এলাকার পরেশ সাধুর আশ্রমে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের নিজস্ব অর্থায়নে আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন মেডিকেয়ার সোসাইটির চেয়ারম্যান চিকিৎসক সঞ্জিত কুমার দাস।
সেবা নিতে আসা স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, আবু জাফর বাবুল দীর্ঘ দিন ধরে প্রতি শুক্রবার এই এলাকার অবহেলিত ও দরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করে আসছেন। তবে বর্তমান চিকিৎসক সঞ্জিত কুমার দাস শারীরিক অসুস্থতার কারণে এই সেবা নিয়মিত চালিয়ে নিতে অপরাগতা প্রকাশ করেছেন। এতে করে স্থানীয় দুই গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন।
চিকিৎসা নিতে আসা এক নারী জানান, “বাবুল সাহেব আমাদের মতো গরিব মানুষের কথা ভেবে যে ব্যবস্থা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের ওষুধের ব্যবস্থা করেছেন, ডাক্তার দেখাচ্ছেন। আমরা চাই এই সেবা যেন বন্ধ না হয়। ডাক্তার সাহেব অসুস্থ হলেও বাবুল সাহেবের কাছে আমাদের অনুরোধ—মাসে অন্তত দুই দিন হলেও যেন এই সেবাটি চালু রাখা হয়। তা না হলে আমরা চরম বিপাকে পড়ব।”
আরেকজন সেবাপ্রার্থী বলেন, “মহান আল্লাহ পাক যেন উনার (আবু জাফর বাবুল) মতো মানুষের মনের আশা পূরণ করেন। উনার এই সেবামূলক কাজের মাধ্যমে শত শত মানুষ উপকৃত হচ্ছে। আমরা দোয়া করি এটি যেন অব্যাহত থাকে।”
এলাকাবাসী মনে করেন, বর্তমান সময়ে যখন চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন আবু জাফর বাবুলের এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সংশ্লিষ্টদের আশা, স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।