শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২ রাজনৈতিক মতপ্রকাশের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ নারায়ণগঞ্জ আদালতে ‘ছাত্রলীগ নেতাকে’ আটকের চেষ্টা, ছাত্রদল ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি গভীর রাতে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া

নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভায় তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপির একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে, আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। সিলেটে কয়েকটি জনসমাবেশ শেষ করে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ঢাকা ফেরার পথেই মহাসড়কের পাশে নারায়ণগঞ্জে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দেবেন তিনি।

তারেক রহমানের এই জনসভাকে সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। সমাবেশের সম্ভাব্য কয়েকটি স্থান ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। গত ১২ জানুয়ারি রাতে এ নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং আজহারুল ইসলাম মান্নানসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। উল্লেখ্য, এই তিন নেতাই আসন্ন নির্বাচনে নিজ নিজ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী।

দলীয় সূত্রগুলো বলছে, তারেক রহমান যখন নারায়ণগঞ্জে পৌঁছাবেন, তখন বিকেল হয়ে যেতে পারে। তবে সময় যা-ই হোক না কেন, প্রিয় নেতাকে বরণ করে নিতে এবং জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার প্রতিটি উপজেলা, থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির তৃণমূল নেতারা বলছেন, তারেক রহমানের এই সফরের মাধ্যমে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে। প্রিয় নেতা নিজ হাতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন—এটি নেতাকর্মীদের জন্য বড় পাওয়া।

সব মিলিয়ে তারেক রহমানের আগমনী বার্তায় নারায়ণগঞ্জের রাজপথ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন কেবল তাঁর আগমনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102