শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২ রাজনৈতিক মতপ্রকাশের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ নারায়ণগঞ্জ আদালতে ‘ছাত্রলীগ নেতাকে’ আটকের চেষ্টা, ছাত্রদল ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি গভীর রাতে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া

নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ 🪪

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নগরীর দেওভোগ এলাকার জান্নাত কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান যুব পরিষদের আহবায়াক হোসেন আলী রাজন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন ইমন ও সদস্য  মাসুদ রানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির শফিউল বাদশা শিপন,আজিজ পাশা, সহ সভাপতি আরিফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আকরাম প্রধান, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি মো. সলিমুল্লাহ্ করিম সেলিম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক ও এডিশনাল পি.পি (জজ কোর্ট) এডভোকেট রাজিব মন্ডল, মহানগর কৃষক দলের সহ সভাপতি মির্জা সেলিম, নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিংকন খান এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো.মজিবুর রহমান,তারেক রহমান যুব পরিষদের যুগ্ম আহবায়ক আফাছার উদ্দিন গোগা ও দেলোয়ার হোসেন,মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, ময়মনসিংহ জেলা উত্তর শাখার আহবায়ক সানাউল্লাহ মেম্বারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে মো. হোসেন আলী রাজন এবং সদস্য সচিব হিসেবে মো. আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন ইমন, যুগ্ম আহ্বায়ক মো. আফছার উদ্দিন, মো. দেলোয়ার হোসেন ও মো. রাসেল মিয়া। সদস্য হিসেবে রয়েছেন— মো. জাহাঙ্গীর হোসেন, মো. জনি চৌধুরী, মোহাম্মদ আকিল, মো. মুছা, মো. মাসুদ রানা হৃদয়, মো. তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম শাহিন, মো. কামাল হোসেন, মো. শাহেদ মিয়া, মো. মাসুদ রানা, মো. রুমান ইসলাম, মো. বাবুল মিয়া, এ কে এম লুৎফর রহমান, মো. রেজা হাসিব দিপু এবং মো. হারুন অর রশিদ।

আলোচনা সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামী দিনের রাজপথের আন্দোলনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই যুব পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের  শেষে দেশ ও জাতির কল্যাণ, জাতীয়তাবাদী শক্তির সফলতা এবং দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102