রোববার (১১ জানুয়ারী) দুপুরে ফতুল্লার ভুইগর ভূঁইয়া কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দেগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাসেমী তার বক্তব্য শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান এবং আল্লাহ তায়ালার কাছে তার সফলতা ও আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের তাওফিক কামনা করেন। তার পাশাপাশি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড: বারী ভুইয়ার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা মহিলা দলের সভাপতি রেহান শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সহসভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, জেলা কৃষকদলের আহবায়ক মন্টু মেম্বার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।