সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হকারদের দোয়া মাহফিল ‘বেগম খালেদা জিয়া আমাদের বাতিঘর ও আদর্শের প্রতীক’: মহানগর তাঁতীদল নেতা মো. রুবেল ত্বকী হত্যার ১৫৪ মাস: ‘সরকার বদলালেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই’

সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নয়াপুর এলাকায় অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটির পরিচালক মো. কায়সার ভূঁইয়া এবং কালের কণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির।মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালক স

সলিমুল্লাহ,নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালক আবুল বাসার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি মো. কায়সার ভূঁইয়া বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ শুধু ভালো ফলাফল নয়, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরিতে ভূমিকা রাখছে।

আরেক বিশেষ অতিথি মনিরুজ্জামান মনির বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের বইয়ের জ্ঞানের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102