সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি অভিযোগ করেছেন যে, ওসমান পরিবার নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গেলেও তাদের ছত্রছায়ায় থাকা চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং তা এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, ওসমান পরিবারের যারা পালিয়ে যেতে পারেনি, তারা বিএনপির সাথে মিলে-মিশে ওসমান পরিবারের দখলে থাকা হাট-বাজার, পরিবহনসহ বিভিন্ন সেক্টর দখল করে নিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা- ও বিচারহীনতার ১৫০ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রাব্বি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাস্তবায়ন হয়নি। গত এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে, কিন্তু সরকার এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বরাবরই ব্যর্থ হয়েছে।
তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা তার শাসন আমলে বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখেছিলেন, গত এক বছর অতিবাহিত হলেও এই সরকার খুব একটা পরিবর্তন আনতে পারেনি। তবে তিনি আশা প্রকাশ করেন যে, সরকার বিচার ব্যবস্থাকে একটি আইনি কাঠামোতে সভ্য সমাজের উপযোগী ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
রাব্বি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের লালন করতে গিয়ে তিনি জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের রক্ত শোষণ করে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে।
ত্বকী হত্যার বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নিতে বললেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে রাব্বি জানান। তিনি বলেন, ৬ জন অপরাধীকে গ্রেপ্তার করে ১ জনের ১৪৪ ধারায় জবানবন্দী নেওয়া হলেও গত ১৩ মাসে এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি সরকারকে দ্রুত ত্বকী হত্যার অভিযোগপত্র দাখিল করে বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানান এবং আশিক, চঞ্চল, ভুলু ও মিঠুসহ ওসমান পরিবারের দ্বারা নিহত সকল হত্যাকা-ের বিচারের দাবি জানান।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সদস্য জিয়াউর ইসলাম কাজল, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।