সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হকারদের দোয়া মাহফিল ‘বেগম খালেদা জিয়া আমাদের বাতিঘর ও আদর্শের প্রতীক’: মহানগর তাঁতীদল নেতা মো. রুবেল ত্বকী হত্যার ১৫৪ মাস: ‘সরকার বদলালেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই’

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের অঙ্গীকার মাওলানা মইনুদ্দিন আহমাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ 🪪
সারা বাংলাদেশে ডিবিসি-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’-এর মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল প্রাঙ্গণে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকারে মাওলানা মইনুদ্দিন আহমাদ বিগত সময়ের রাজনৈতিক সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “বিগত দিনে আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারিনি, আজ সেই সুযোগ তৈরি হয়েছে।” বক্তব্যের শুরুতেই তিনি মরহুম শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
​নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জন্য নিজের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার বিষয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি একটি আধুনিক ব্রিজের। তিনি জানান, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজ নির্মাণ করা হবে। তবে তিনি অভিযোগ করেন, পূর্বের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত জায়গায় ব্রিজটি করা হচ্ছে না, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হতে পারে। তিনি সঠিক পরিকল্পনা অনুযায়ী এর বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করতে সর্বাত্মক কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক হয়রানি, হামলা ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করে একটি সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।
​মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি। যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে এবং উন্নয়ন হবে সুষম।”
​সাক্ষাৎকার চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের এই আয়োজনে এলাকার সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,   সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,  কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, মাওলানা ওমর ফারুক সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102