মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী, নারায়ণগঞ্জবাসী তথা বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় এডভোকেট দিদারুল ইসলাম বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘উুই রিভোল্ট’ এবং স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা যে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের।”
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, “যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের আশায় আমরা দেশ স্বাধীন হয়েছিল, আজ তা চরম সংকটের মুখে। তাই এবারের বিজয় দিবসে আমাদের দীপ্ত শপথ নিতে হবে—শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।