মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শুভেচ্ছা বার্তায় আল আরিফ বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তি সংগ্রামের সূচনা হয়েছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তা বিজয়ে রূপ নেয়। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পরও আমাদের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “এবারের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। আসুন, এবারের বিজয় দিবসে আমরা শপথ নেই— সকল ভেদাভেদ ভুলে শহীদের রক্তে কেনা এই স্বাধীনতাকে অর্থবহ করতে এবং জনগণের হৃত অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ থাকব।”
পরিশেষে তিনি ১৮নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।