বুধবার(০৩ সেপ্টেম্বর) উপজেলার বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, মাওলানা শামসুদ্দিন হুজুর ছিলেন একজন ন্যায়ের কণ্ঠস্বর, সত্যের আলোকবর্তিকা ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ সমাজসেবক। তাঁর জীবন ছিল সরলতা, সততা, বিনয় ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, ছিলেন প্রজন্মের জন্য এক আদর্শ শিক্ষক ও দিকনির্দেশক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান,প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম এ মহিন,বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি শামীম হোসেন, সমাজসেবী জান্নাতুল ভুইয়া, সাংবাদিক জহিরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা আরো বলেন, তাঁর কর্ম ও আদর্শ সমাজে আলো ছড়িয়ে যাবে যুগের পর যুগ। তিনি যে দয়া, মমতা ও সত্যের বার্তা রেখে গেছেন তা আমাদের প্রতিটি কাজে অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শেষে উপস্থিত সকলে একবাক্যে উচ্চারণ করেন—“মাওলানা শামসুদ্দিন হুজুর ছিলেন না শুধু একজন মানুষ, তিনি ছিলেন এক চলমান শিক্ষা, এক অনন্ত অনুপ্রেরণা।”