মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ‘মাথাল’ মার্কার গণসংযোগে জনতার ঢল: পুরনো রাজনীতিকে চ্যালেঞ্জ অঞ্জন দাসের দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায় – মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাশীপুরে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া সাইবার সহিংসতাসহ সকল সহিংসতার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা  ”অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের” ব্যাপক গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ: নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ  ত্বকী হত্যার ১৫৩ মাস: শামীম ওসমানসহ নির্দেশদাতাদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচারের দাবি খালেদা জিয়ার সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়: বজলুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনু’র শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এড. টিপু 

সাইবার সহিংসতাসহ সকল সহিংসতার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে “না” বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন”- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’২০২৫ উপলক্ষে সাইবার সহিংসতাসহ সকল সহিংসতার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে তরণ প্রজন্ম ও নারী-পুরুষের সাথে মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকাল ৩টায় মতবিনিময় সভা সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।
পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আজিজা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন। মতবিনিময় করেন- অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুদা আক্তার, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ময়না বেগম, সমাজ সংগঠক দুলাল সাহা, স্বনামধন্য সাংবাদিক ইউসুফ আলী এটম, শিক্ষক বিজয় কর্মকার, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য শিশির চক্রবর্তী, তোলারাম কলেজের অনার্সের ছাত্রী রোভার স্কাউট মারিয়া জাহান মিতু ও মহিলা কলেজের ডিগ্রির ছাত্রী রোভার স্কাউট আনজিলা আক্তার।
বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী প্রতি বছরের ন্যায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২৫ পালন করছে। নারায়ণগঞ্জ জেলা শাখা সংবাদ সম্মেলন, নারী-পুরুষ ও তরুণ-তরুণদের সাথে  মতবিনিময় সভা, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের সাথে মত বিনিময় সভা, রোকেয়া রান (সুলতানার অভিযাত্রা), সমাপনী সভা, লিফলেট বিতরণ ও প্রচারণা,  পত্রিকায় লেখা প্রকাশ ইত্যাদি। তার অংশ হিসেবে আজকের এই সভা।
বক্তারা বলেন- এই সময়ে সাইবার সহিংসতা, হত্যা, ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন, উত্যক্তকরণ বেড়েই চলেছে। এই সময়ে সাইবার সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল। প্রযুক্তির সঠিক ব্যবহার একটি সমাজ, একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু এটির যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে। নারী নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্লাকমেইল করছে। মোবাইল আসক্তি একটি রোগে পরিণত হয়েছে। এ বিষয়ে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। এ বিষয়ে পরিবারকেই বড় ভুমিকা নিতে হবে। নারী ও পুরুষ, তরুণ-তরুণী সবাইকে সচেতন হতে হবে। শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে আরো সহযোগিতা বাড়াতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। ৯৯৯ -সহ অনেক মাধ্যমে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়, এই সহযোগিতা সঠিকভাবে করতে হবে। সাইবার নিরাপত্তা আইনের সঠিক ব্যবহার ও প্রয়োগ করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আশাকরি, সকলের প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে।
এ সময় মহিলা পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রীতিকণা দাস, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল, সদস্য কাউছার আক্তার পান্নাসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও তরুণ প্রজন্ম।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102